গোটা দেশেই বিহারিদের নিয়ে একটি চটুল রসিকতা চলে, গুটখা-খৈনিখোর! না, বিহারের সমস্ত মানুষকে এভাবে দেগে দেওয়া যায় কখনই। কিন্তু অনেকসময়ই তাঁদের মধ্যে অনেকেই সেই রসিকতাকে সমর্থন জানানোর উদাহরণ দিয়ে যাচ্ছেন।
আবারও যেন সেই চিত্রই দেখা গেল। বিমানের মধ্যেই খৈনি ডলতে শুরু করলেন এক ব্যক্তি। এয়ারের ইন্ডিয়ার বিমানে সওয়ার ওই যাত্রী নির্দ্বিধায় যখন খৈনি ডলে খাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছেন, তখন অন্য এক বাঙালি সহযাত্রী সেই ছবি তুলে ট্যুইট করেন
আর এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নিন্দা। অনেকেই ওই যাত্রীর এমন আচরণ নিয়ে নিন্দা করেন। অনেকেই আবার লেখেন, যেখানেই এঁদের পাঠানো হোক, এমনই করবে।
এর মধ্যেই হঠাৎ বিমানের দেয়ালে গুটকা খেললেন এক বিহারী, সহযাত্রী তথা বিমানের ডাক্তারের মনে হয় লোকটা রক্তবমি করছে, ভেবে তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে।