বিশ্বজুড়ে করোনা ত্রাস! দেশে মৃতের সংখ্যা ২৯, ক্রমশ লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় গোটা দেশে লকডাউন জারি করেছে কেন্দ্র। বাড়িতে গৃহবন্দি মানুষের যে কোনওরকম সাহায্য প্রদানের জন্য অন্যান্য রাজ্যের মতোই উত্তরপ্রদেশ সরকারও একটি হেল্পলাইন নম্বর চালু করেছে। আর সেখানেই ফোন করে আজব আবদার জানালেন এক ব্যক্তি! ফোন করে চেয়ে বসলন সিঙারা !
উত্তরপ্রেদেশের রামপুর জেলার বাসিন্দা হেল্পলাইন নম্বরে ফোন করে বলেন, তাঁর বাড়িতে গরম গরম সিঙারা দিতে আসতে। একাধিকবার ফোন করে বিরক্ত করে বিরক্ত করতে থাকেন। স্বাভাবিকভাবেই রেগে যান পরিষেবার দায়িত্বে থাকা কর্মীরা। খবর যায় রামপুর জেলাশাসকের কাছে।
এরপরই সেই ব্যক্তিকে উচিত শিক্ষা দেন জেলাশাসক। প্রথমে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয় সিঙারা, তারপরই তাঁকে এলাকার নর্দমা পরিষ্কারের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। মশকরার মাশুল গুণে, এলাকার নর্দমা পরিষ্কার করতে বাধ্য হন ব্যক্তি!
দেখুন সেই ভিডিও এখানে;