বিয়ে করলো নতুন জামাই, পটলো শাশুড়ি শালী?? এমন গল্প আগে কখনও শুনেছেন? হ্যাঁ গল্পেই শুনে থাকবেন!! বাস্তবেও হয়েছে ঠিক এমনটাই; ঘটনাটি বিহারের পাটনায়। শুনতে অবাক লাগছে তাই না? আসুন শুনে নেয়া যাক সেই মন কাড়া গল্প।
প্রথম থেকেই পাত্র হিসেবে পছন্দ ছিলো না পাটনার আকিশ সিং পাঠান। কিন্তু দীর্ঘদিনের প্রেম, তার পরিনতি দিতে অনেক বাধা বিপত্তি পেরিয়ে জানুয়ারীর ২৪ তারিখ বসে বিয়ের আসর। নিয়ম রীতি মেনে গান বাজনা সাথে ডিজে নাগিন ডান্স করে বসে বিয়ের আসর।
তো বিয়েতে ঠাট্টা ইয়ার্কি চলতেই থাকে বিয়ের দিন। বিয়ে শেষে পর্ব চলছে সেই ঠাট্টা ইয়ার্কি খুনশুটির। সেই সময় যখন শালী জুতো চুরির উদ্যোগ নেই, ঠিক তখনই ঢপ করে এক পাদ মারে নতুন জামাই। চারিদিকে হাসির রোল, গন্ধে গোটা ঘর ময় ময়।
বিয়ের আসরে সেই মনকাড়া ভিডিও এখানেঃ
সেই গ্নধে শালী আত্মহারা, মা মা করে ডাকতে ডাকতে নতুন শাশুড়িকে ডেকে আনে সে। সবাই হাজির নতুন জামাইয়ের সুমধুর গন্ধ নিতে। খবর পাওয়া যাচ্ছে, সেই দিনে যে হাসির রোল ওঠে, তাকে জামাইয়ের সেন্স অফ হিউমরে পটে যায় শালী শাশুড়ি।