Mr_Faisu_07 টিকটক ব্যান হওয়ার কষ্টে চুড়ি ভাঙছে দেশের মাঝবয়সী মেয়েরা(দেখুন ভিডিও)

গোটা দেশ সুনসান, চারিদিকে নিস্তব্ধতা। সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি তথা গোটা ভারতের মেয়েদের মনের আলোড়ন তোলা টিকটক সুপারস্টার Faisu_07 টিম। গত রবিবার তার টিকটক অ্যাকাউন্ট ব্যান করে দেয় টিকটক কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে অভিযোগ সাম্প্রদায়িক হিংসা বিদ্বেষ ছড়ানোর।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায় ছোটোছোটো ভিডিও, মুজরা নাচ, লিপ সিঙ্কিং ভিডিও বানানোর অ্যাপ টিকটক। সেখানে প্রায় ২৪ মিলিয়ন ফলোয়ার ছিলো এই কদিনেই খ্যাতি পাওয়া স্লিব্রিটি ফইসু_০৭। সেই সমেত হঠাত একাউন্ট সাসপেন্ড হওয়ায় রীতিমত ভেঙ্গে পড়েছেন তার ফ্যানেরা।

গত শনিবার নাগাদ একটি ভিডিও ভাইরাল হয় যেখানে ফইসু আর তার ০৭ টিম একটি ভিডিও প্রকাশ করে যেখানে তোলা হয় ঝাড়খন্ডে সাম্প্রতিক জনরোষে খুন হওয়া তাবরেজ আন্সারীর নাম। ভিডিওতে ফইসু আর তার টিমের বক্তব্য, “যেভাবে তাবরেজ আনসারী হত্যা হয়েছে, একই ভাবে যদি তাবরেজের ছেলে বড়ো হয়ে বাবার হত্যার বদলা নেয়, তাহলে বলো না যেন মুসলিম সন্ত্রাসবাদী”

Team 07

এভাবে একটু উস্কানিমূলক ভিডিওতে সরব হয় গোটা দেশ, মুহুর্তে তার ভিডিও ডিলিট করা হয় এবং পরে একাউন্ট সাসপেন্ড করে দেয় কর্তৃপক্ষ, FIR করা হয় থানায়। এই ঘটনার পর ভিডিও বের করে ক্ষমা চেয়েছে তাদের টিম।

তার একাউন্ট সাসপেন্ড হওয়ার পর দেশের মাঝবয়সী মেয়েদের মনে শোকের ছায়া, কান্নার রোল। তাদের রোলমডেল ফইসুর একাউন্ট এভাবে ব্যান করার পর কান্নায় ভেঙে পড়ছেন মেয়েরা টিকটক জুড়ে। দেশের একাধিক যায়গায় মেয়েদের মোমবাতি মিছিলের খবর পাওয়া গেছে।

কিছু ফইসু ফ্যানের মতে নিজেকে বিধবা মনে হচ্ছে তাই তারা হাতের চুড়ি ভেঙে প্রতিবাদ পালন করছে ফইসুর জন্য। শোকে কাতর গোটা দেশ, ফইসুর একাউন্ট ফেরানোর দাবীতে গোটা দেশের টিকটকি মেয়েরা পাগল হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *