গত ২২ দিন ধরে হাসপাতালে লড়াই শেষে পরাজিত দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ও কংগ্রেস নেতা মাননীয় প্রনব মূখোপাধ্যায়। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৮৪ বছর। কিছুদিন যাবত বার্ধক্যজনিত শারীরিক সমস্যায় ভূগছিলেন তিনি। ৩১ আগস্ট সন্ধ্যে পৌনে ৬ টা নাগাদ তার ছেলে অভিজিত মূখার্জী টুইটে জানান।
গত ১০ অগস্ট দিল্লির সেনা হাসপাতালে প্রণববাবুকে ভরতি করা হয়েছিল। পরীক্ষার সময় দেখা গিয়েছিল, তাঁর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছিল। তাঁর করোনা রিপোর্টও পজিটিভ এসেছিল। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে আছেন তিনি।
শোকপ্রকাশ করেছেন বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও।
টুইটারে তিনি বলেন, ‘প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবরে শোকাহত। তাঁর মৃত্যুতে একটি যুগের অবসান হল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং দেশের সব মানুষের প্রতি গভীর সমবেদনা জানাাচ্ছি।’