Carryminati ভিডিও ডিলিট থেকে হাততালি সিদ্দিকী, Tiktok রেটিং 2 তে নামালো ভারতীয়রা

হাস্যকর ভিডিও সহ ইউটিউবে রোস্টার তথা কন্টেন্ট স্রষ্টা ক্যারিমিনাটি একটি জনপ্রিয় নাম। সম্প্রতি টিম নবাবের আমির সিদ্দিকীর একটি ভিডিও নিয়ে তোলপাড় সৃষ্টি হয়; যেখানে তিনি ইউটিউবের বিরুদ্ধে কথা বলছেন। এবং তারই জবাব দেন রেকর্ড ভাঙ্গা ক্যারিমিনাটির ভিডিও। যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে। মাত্র এক ঘন্টায় সবচেয়ে বেশি লাইক সমেত ভিডিও।

যাতে লাইক সংখ্যা তিনদিনে ১ কোটি ছাড়ায় এবং ভিউ সংখ্যা ৭ কোটি। সকলের ভালো লাগা জবাব দেন ক্যারি; এবং তিনদিন পর সেই ভিডিও ডিলিট করে দেয় ইউটিউব। কারণ হিসেবে দেখানো হয় এখানে রুল ব্রেক করছেন তিনি, কনটেন্ট হিংসা ছড়াচ্ছে। এর পরেই গোটা সোশ্যাল মিডিয়া ক্ষোভে ফেটে পড়ে।

তাদের দাবী শুরুটা আমির সিদ্দিকী করেন; আমিরকে এখন আর তবে খুজে পাওয়া যাচ্ছে না এই মুহুর্তে। টিকটক নিয়ে মানুষের হাসিঠাট্টার শেষ নেই। টিকটক জুড়ে দুনিয়ার যত আজে বাজে কন্টেন্ট, আর টিকটকবাসীরা নাকি অন্য লিঙ্গের লোক, এমন দাবী কিছু লোকের। সোশ্যাল মিডিয়ায় কিছু লোক তো আবার অনেক বাজে মন্তব্য করছেন।

এসব নিয়ে ভারতীয়দের ক্ষোভের মুখে পড়েছে টিকটক নামের শর্ট ভিডিও মেকার অ্যাপটি। রুষ্ট জনতা টিকটকের রেটিং রিভিউ টেনে নামিয়ে ২.০ করে দিয়েছে আজ সকাল অব্দি। তাদের দাবী এই অ্যাপ বন্ধ করিয়ে ছাড়বে তারা। এর মধ্যেন আমির সিদ্দিকির ভাই হঠাত অ্যাসিড অ্যাটাকে প্ররোচনা দিয়ে ভিডিও বানিয়ে জনগণের ক্ষোভের মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *