অবশেষে খুঁজে পাওয়া গেলো বিক্রম কে, এদিন চাঁদের বুকে বিক্রম হারিয়ে যাবার পরে থেকেই অরবিট এর মাধ্যমে বিক্রম কে চ্চাদের বুকে খোজা হচ্ছিল। শেষ মেশ দেখা মিলল তার। কিন্তু এখনও তার সাথে কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
চাঁদের বুকে অবতরণের শেষ ১৫ মিনিটের মধ্যে ল্যান্ডার বিক্রমের নিখোঁজ হওয়ার ঘটনায় এবার নয়া উদ্যোগে খোঁজ শুরু করে ইসরো৷ অরবিটারকে কাজে লাগিয়ে ল্যান্ডারের খোঁজ শুরু হয়৷ আর তাতেই মেলে সাফল্য৷
এই মুহূর্তে অরবিটার চাঁদের কক্ষপথে দ্রুত গতিতে ছুটে চলেছে৷ চাঁদের পৃষ্ঠদেশের তথ্য সরাসরি বিজ্ঞানীদের হাতে পাঠিয়ে চলেছে অরবিটার৷ এই অরবিটারের সঙ্গেই যুক্ত ছিল নিখোঁজ হয়ে যাওয়া ল্যান্ডার বিক্রম৷

অরবিটারের মাধ্যমে পাঠানো ছবি দেখেই ইসরো এর বিজ্ঞানীদের মধ্যে নতুন করে আশার আলো ছড়িয়ে পড়েছে। ল্যান্ডার এর সাথে সংযোগ স্থাপনের জন্যে বারবাএ চেষ্টা করা হচ্ছে। এখন কি হয় সেটাই দেখবার।