সোশ্যাল মিডিয়া সাধারণ জনজীবনে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে সেটা এই ঘটনা না দেখলে জানা যেত না। সম্প্রতি তনিষ্ক তার সম্প্রীতির বিজ্ঞাপনে দেখিয়েছে একজন মুসলিম শাশুড়ি তার হিন্দু পুত্রবধুর সাধ অনুষ্ঠান কিভাবে পালন করেছে। তার তাতেই কট্টর ধর্মাবলম্বীদের রোষের মুখে পড়েছে তনিষ্ক। এই বিজ্ঞাপন নিয়ে বামপন্থী আর ডানপন্থীতে সোশ্যাল মিডিয়া।
বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম তনিষ্ক বাগচী। হিট গানের জন্য খ্যাত এই মিউজিক ডিরেক্টর। Humma Humma থেকে শুরু করে Tamma Tamma একাধিক হিট গানের রিমেক করে তিনি জনপ্রিয়। তার এই লিস্টে রয়েছে Chatur Naar (Remake), “Tu Cheez Badi (Remake)” Mere Rashke Qamar থেকে শুরু করে অনেক অনেক হিট গানের রিমেক।

সম্প্রতি জুয়েলারী সংস্থা তনিষ্কের বয়কটের ডাক দিয়েছে কট্টর ধর্মনেতারা আর সেই তাতেই আমজনতার রোষানলে তনিষ্ক বাগচি। ঘটনা না জেনেই তনিষ্কের প্রতিবাদ করতে শুরু করে জনতা। যার প্রতিফলন দেখা যায় তার সোশ্যাল মিডিয়ায়। লোকে তার নামে বলতে শুরু করে তনিষ্ক বয়কটের জন্য। এই ঘটনার হাসি মজা শুরু হয় সোশ্যাল মিডিয়া জুড়ে।