২০১৭ সালে ফেসবুকে প্রথম চালু হয় বিভিন্ন রকম রিএকশন বাটন, এর আগে অব্দি শুধু লাইক, ইমোজি ব্যবহার করা যেত ফেসবুকে। কিন্তু ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ফেসবুক নিয়ে এসেছে নতুন নতুন বাটন। তবে এবার এখানে নতুন সংযোজন হতে চলেছে “চুপ কর” রিএকশন।
ফেসবুকে বিভিন্ন রকম মানসিকতার পোস্টের উপর এসব রিএকশন প্রতিষ্ঠিত; তাতে হাসি পেলে হাহা, রাগ হলে অ্যাংরি, কষ্ট হলে দুঃখ, লাইক বাটনও আছে। এবার ফেসবুকে বাজে বকা রুখতে তৈরি হতে চলেছে নতুন বাটন। shut up. চুপ কর বাটন এমনই শোনা যাচ্ছে; তবে অনেকে গুজবও বলছেন।

ফেসবুকের তরফ থেকে জানানো হয় অনেক সময় কোনও পোস্টের মত কোনও কমেন্ট তাদের রিঅ্যাকশান জানাতে ইচ্ছে তাই তাদের কথা মাথায় রেখে লাইক, লাভ, হাহা, ওয়াও, স্যাড ও অ্যাংরি ফিচার নিয়ে আসা হয়েছে। ডেস্কটপে লাইক বাটনের ওপর পয়েন্টার রেখে এই ইমোজি সিলেক্ট করা যায়।
ঠিক তেমনি অ্যাপ থেকে লাইক বাটনটি চেপে ধরে এই রিঅ্যাকশন বটন সিলেক্ট করা যাবে। ফেসবুকের নিত্য নতুন সব ফিচারই বেশ জনপ্রিয় তাই আশা করা যাচ্ছে নয়া ইমজি বটন ফেসবুকের সবার নজর কারবে।