গোটা দেশেই বিহারিদের নিয়ে একটি চটুল রসিকতা চলে, গুটখা-খৈনিখোর! না, বিহারের সমস্ত মানুষকে এভাবে দেগে দেওয়া যায় কখনই। কিন্তু অনেকসময়ই তাঁদের মধ্যে অনেকেই সেই রসিকতাকে সমর্থন জানানোর উদাহরণ দিয়ে যাচ্ছেন।
আবারও যেন সেই চিত্রই দেখা গেল। বিমানের মধ্যেই খৈনি ডলতে শুরু করলেন এক ব্যক্তি। এয়ারের ইন্ডিয়ার বিমানে সওয়ার ওই যাত্রী নির্দ্বিধায় যখন খৈনি ডলে খাওয়ার জন্যে প্রস্তুত হচ্ছেন, তখন অন্য এক বাঙালি সহযাত্রী সেই ছবি তুলে ট্যুইট করেন।
এরই মধ্যে বিহারে এক যুবককে পেটানো হলো ডাস্টবিনে গূটকা ফেলার জন্য। রাস্তাঘাট পরিষ্কারের জন্য তিনি ডাস্টবিনে ফেলে ভদ্রতা দেখাতে গেছিলেন। কিন্তু না, গুটকা দেয়ালে ফেলা, রাস্তাঘাটে নোংরা করা আমাদের আদিম সভ্যতা, তাই সেখানেই করতে হবে।
পরে তাকে ছেড়ে দেয়া হয়, এবং প্রতিজ্ঞা করানো হয়, আগামী ৩ মাস তাকে লাগাতার গুটকা খেতে হবে আর থুথু দেয়ালে ফেলতে হবে, রাস্তায় ফেলতে হবে। অন্যথায় শাস্তি হবে আবার। গুটকা অহংকার।