আইফোন কিনতে নিজের কিডনী বা অন্যান্য অঙ্গ বিক্রির খবর বহু শোনা গেছে, কিন্তু নিজের অন্ডোকোষ বিক্রির ঘটনা এই প্রথম । শুনতে অবাক লাগতে পারে ব্যপারটা, তবে এমন ঘটনা সত্যিই ঘটেছে। আসুন জেনে নেইয়া যাক।ঘটনার সূত্রপাত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরের একটি গ্রাম তামান্ডিতে। তামান্ডির যুবক পেশায় সাইকেল মিস্ত্রি আব্দুল।
ভালো টায়ার টিউব সারাইয়ের দক্ষতার জন্য তাকে “রিসাইকেল আব্দুল” বলে ডাকে স্থানীয়রা। ঘটনাটি ঘটে গত গত পরশু, বন্ধুদের সাথে বাজি ধরে।উল্লেখ্য যে সাইকেল সারাই করে আইফোন কেনার ইচ্ছে ছিলো তার, কিন্তু কোনো মতেই তা পেরে উঠছিলো না, স্থানীয় চায়ের দোকানে বসা কিছু লোক তার এই অপারগতা নিয়ে টোন টিটকিরি করে। আর তাতেই এমন ঘটনা।
আব্দুল তার বন্ধুর কাছে টাকা চায় ধার হিসেবে, বলে দিয়ে দেবে। বন্ধুটিও তার এই পাগলামিকে ব্যঙ্গ করে বলে “তুই তোর একটা বিচি আমার কাছে কেটে বিক্রি করে দে, আমি টাকা দিচ্ছি” কথাটি আব্দুলের আত্মসম্মানে লাগে এবং তৎক্ষণাৎ সে নিজের হাতে থাকা ছুরি নিয়ে নিজের অন্ডোকোষে কোপ বসায়।
আব্দুলের এহেন কান্ডকারখানায় গুরুতর অবস্থায় তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসার পর আব্দুল সুস্থ করা গেলেও একটা অন্ডোকোষ কেটে বাদ দিতে হয়। বন্ধুতের দাম দিতে আব্দুলের বন্ধু তাকে একটি আইফোন গিফট করে পরে। অন্ডোকোষ যায় যাক, আইফোনে খুশি আব্দুল।
ঘটনাটি সম্পূর্ণ শোনা ঘটনা, এই ঘটনার সত্যাসত্য যাচাই করেনি আমাদের টিম। প্রসঙ্গত, আমাদের এই সাইটটি নিছক মজার জন্য। Chosmedia একটি প্যারোডি নিউজ পোর্টাল। সব নিউজ সত্য নাও হতে পারে। সুখে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর পড়তে থাকুন আমাদের পোর্টাল। ধন্যবাদ।