ইয়ার্কি সবাই মারে, ইয়ার্কি পছন্দের। কিন্তু সেই ইয়ার্কি যদি অন্যরকম ঘটে যায় তবে? এমন মুহূর্তের জন্য নিজে যদি নিজেই লজ্জায় পড়ে যেতে হয়; সেটা খুবই চাপের। এমনই এক ঘটনা ঘটে গেল হাবরায়। আসুন জেনে নেয়া যাক কি হয়েছিল সেদিন?
ঘটনার সূত্রপাত দোলের দিন; ভাঙ খেয়ে টাল হয়ে দোল খেলছিলো হাবরার আকাশ। ভাবে গার্লফ্রেন্ডের পাড়ায় গিয়ে একটু ইয়ার্কি মারবেন, তাই তার গার্লফ্রেন্ডের যায় আকাশ। হোলি আবির মাখানোর পর ভাবে একটু ইয়ার্কি মারবে।
হঠাৎ ভাবলো গার্লফ্রেন্ডের হাতে পাদ মেরে ইয়ার্কি মারবে আর টিকটক ভিডিও বানাবে। কিন্তু টিকটক এমন পর্যাবে যাবে ভাবেননি। গার্লফ্রেন্ড চোখ বুজে হাত পেতে আছে, আকাশে হাতে পাদ মারতে দিতে গিয়ে হেগে ফেলে হাতেই।
এই ঘটনার পর লজ্জায় পড়েছে আকাশের গার্লফ্রেন্ড। হাতের হাগা ধুয়ে দুপুরে ভাত খেতে পারেনি মেয়েটি। তবে আকাশের কোনো বক্তব্য মেলেনি। বাকিদের কথায় আকাশ আমাশায় ভুগছিলো।