পহেলা বৈশাখে বর্ষবরণের উৎসবের দিনে কপাল খুলে গেলো বনগাঁর এক যুবকের। সেদিন সকাল ১০ টা নাগাদ সচীন পাল স্থানীয় বাজার থেকে শুঁটকি মাছ কিনে আনার পরই ঘটে এমন অলৌকিক ঘটনা। আসুন ঘটনার সত্যাসত্য জেনে নিন আমাদের প্রতিবেদনের মাধ্যমে। শুঁটকি মাছের গন্ধ শুকে পটিয়ে ফেললো সে তার ক্রাশকে।
জানা যায়, রাহুল একজন বেকার যুবক; পড়াশুনো তেমন করেনি তাই চাকরি বাকরিও জোটেনি; চুল সাদা থুতনিতে হাল্কা দাড়ি রাখা চিকন চাকন কৃষ্ণবর্ণের রাহুল অধিকাংশ সময় বটতলায় বিড়ি খেয়ে কাটায়। বেকার হওয়ার জন্য রাহুলের বিয়ে হচ্ছিলো না, এদিকে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে; নিজের একাকিত্বে ফ্রাস্টেশনে ভূগছিলো রাহুল।
দীর্ঘদিন যাবৎ রিয়া নামের স্থানীয় এক মেয়ের উপর ক্রাশ ছিলো রাহুলের। কিন্তু DSLR আর KTM বাইক না থাকায় রাজি হচ্ছিলো না মেয়েটি। ঘটনার দিন সকালে প্রতিবেশী সচীন পালের পাচিলের দেয়াল ঘেষে হিসু করতে দাড়িয়েছিলো রাহুল, এবং সচীন বাবু সেটা দেখে ফেলেন। পয়লা বৈশাখ উপলক্ষ্যে শাক আর শুঁটকি মাছ কিনে নিয়ে আসছিলেন সচীন বাবু।
রাহুলকে দেখে রাগ সামলাতে না পেরে তিনি বাজারের ব্যাগ দিয়েই এলোপাতাড়ি রাহুলকে পেটাতে শুরু করেন সচীন রাবু। ব্যাগে শুটকি মাছ থাকায় সারা শরীরে শুঁটকি মাছের মিষ্টি গন্ধ মেখে যায় রাহুলের শরীরে।
রাহুলকে পেটানো সেই দৃশ্য ভিডিও দেখুন
মার খেয়ে পালাতে গিয়ে দৌড়ে ধাক্কার লাগে রিয়ার সাথে, দুজনেই পড়ে যায় মাটিতে। একে অপরের সাথে ধাক্কা বলিউডি সিনেমার মতই পরিনত হয় ভালোবাসার রসায়নে। শুঁটকি মাছের গন্ধ শুকে তিন বছরের ক্রাশ তার প্রেমে সাড়া দেয়। গত সপ্তাহেই কেক কেটে তাদের প্রেমের সাপ্তাহিক এনিভার্সারী পালন করে সবাই; এই নিয়ে গোটা এরিয়ায় শোরগোল পড়ে গেছে।