এক ব্যক্তি স্বপ্নে দেখলো এক মারোয়াড়ি ব্যবসায়ী মারা গেছে এবং যমদুত এসে তাকে নিয়ে গিয়ে বললো, দেখ আমার ডান দিকে স্বর্গ, বাঁ দিকে নরক । এখন তুমি বলো কোনদিকে থাকতে চাও? মারোয়াড়ি ব্যবসায়ী বললো-আমি ডান-বাঁ কোন দিকেই থাকতে চাই না । পরলোকে মুদির দোকান খুলতে পারলে যাতে উভয় দিকের কাস্টমাররা আমার দোকানে আসতে পারে সেজন্য মাঝামাঝি থাকতে চাই ।
মারোয়াড়ি সম্প্রদায়ের এমন ব্যবসায়িক মনোভাবের জন্য এমন হাজারও রসাত্মক হাসির জোক্স চুটকি চলে আসছে অনন্তকাল ধরে। মারোয়াড়িরা স্বভাবতই ব্যবসায়ী এবং মিতব্যয়ী হয়ে থাকেন; যাকে সাধারণ লোকেরা কিপ্টে বলেই খিল্লি করেন।
এমনই এক কান্ড ঘটালেন কোলকাতার বড়ো বাজারের কাপড় ব্যবসায়ী অবাঙালি মারোয়াড়ি ভদ্রলোক। তার কিপ্টেমির জন্য তাকে সবাই হাসি ঠাট্টা করেন। নাম বৈভব বানিয়া, বয়সের কোটা ৬০ পেরিয়েছে। তিনি হঠাত এমন এক দাবী করে বসলেন সবার সামনে।
সকলের সঙ্গে চায়ের আসরে বসেছিলেন বৈভব; তিনি হঠাত বলে বসেন হিন্দুদের সৎকারে শ্মশান খরচ নাকি অনেক। বাকি ধর্মাবলম্বীদের তুলনায় অনেক বেশি। তাই তিনি চান মৃত্যুর আগে তিনি ধর্ম পরিবর্তন করবেন যাতে খরচ কম হয়।