PUBG জন্য হয়েছিলো ব্রেকআপ, আবার ফিরতে চাইলে “ভাগ বোকাচোদা” বলে তাড়ালো গার্লফ্রেন্ড

এই মুহুর্তের সবচেয়ে বড়ো খবর। ১১৮ টি চাইনিজ অ্যাপ সমেত PUBG ব্যান হলো ভারতে। Section 69A of the Information Technology Act আজ ০২ সেপ্টেম্বর ২০২০ ভারত সরকার ব্যান করলো পাবজি। এতে একটা মহল রেগে থাকলেও মা বাবা আর প্রেমিকার হাড়ে বাতাস লেগেছে। পাবজি নিয়ে ঘর গৃহস্থলিতে আগুণ লেগে থাকত, ছেলেটার মন অন্যদিকে থাকত।

পাব্জির নেশায় হয়েছে অনেক মানুষের ব্রেক আপ। এমনই প্রায় ছ’মাস আগে পাবজি খেলা নিয়ে ঝগড়া করে প্রেমে ব্রেক আপ হয়ে যায় পুরুলিয়ার দুজনের। প্রেমিকা আর গার্লফ্রেন্ডের মধ্যে পাবজিকেই বেছে নেয় ছেলেটি। ভেঙে যায় ৩ বছরের প্রেম, ভেঙে যায় স্বপ্ন। এদিন পাবজি ব্যান হয়ার পর আবার প্রেমিকাকে মিস করতে শুরু করে প্রেমিক স্বপন।আবার পুরনো প্রেমে ফিরতে চায় সে। ভালোবাসতে চায় সে।

তাই গত বুধবার পাবজি ব্যান হওয়ার রাতেই সে এক্স গার্লফ্রেন্ডকে ফোন করে সবকিছু ঠিক করে নেয়ার প্রস্তাব দেয়। আর তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে এক্স গার্লফ্রেন্ড। উত্তরে ভেসে আসে, “ভাগ, দূর হয়ে যা বোকাচোদা-আর কখনও ফোন করলে গাঁড় মেরে দেবো” সেটা কিভাবে সম্ভব জানিনা তবে মন ভালো নেই স্বপনের। অনুশোচনায় মরছে সে। যে পাবজির জন্য জীবন সাথীকে ছাড়লাম সেই ছেড়ে চলে গেলো?

প্রসঙ্গত, আমাদের পোর্টাল একটি প্যারোডি পোর্টাল যেখানে মজার ব্লগ অনেক সময় বানিয়ে পোস্ট করা হয় শুধুমাত্র এন্টারটেইনমেন্টের উদ্দেশ্যে। বাস্তবের সাথে এর মিল নাও থাকতে পারে। অজান্তে কখনও কোনো ব্লগ কারও মনে আঘাত করে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের কোনো অসৎ উদ্দেশ্য নেই। কিছু ব্লগ শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *