হ্যাঁ শুনতে এমন হলেও সত্যি। ডেনমার্কের বিজ্ঞানীরা তুলনা করেছিলেন মানুষের সাথে ভেড়ার ব্রেনের। কারা সবচেয়ে বুদ্ধিমান? মানুষ নাকি ভেড়া? তারা গোটা ইউরোপ জুড়ে কিছু কিছু শহরে কিছু সংখ্যক লোকের উপর পর্যবেক্ষণ চালান কাদের বুদ্ধি সবচেয়ে বেশি? তাতে উঠে এসেছে এক বিস্ময়কর তথ্য।
তাদের গবেষনায় যে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তাতে দেখা যাচ্ছে মানুষ যেমন একে অপরের রক্তের সম্পর্কে ছাড়াছাড়ি হয়ে যায়, ভেড়ারও তেমন। তারাও একে অপরকে দেখে চলে তবে, পাওয়া গেছে তথ্য যাতে জানাচ্ছেন যে তাদের কানের কাছে মস্তিষ্কের কোষ মানুষের তুলনায় বেশি।

তারা জানাচ্ছে যে ভেড়ার পালে নেকড়ে এলে তারা সঙ্গবদ্ধ ভাবে নেকড়েকে তাড়ায় কিন্তু মানুষের ক্ষেত্রে উল্টো। মানূষ একে অপরকে ছেড়ে পালিয়ে যায়। মানুষ একজন আরেকজনের থেকে বাঁচতে মাস্ক পরে। এটা সেটা। আসল কথা সেটা নয়, এটি আসলে প্রকাশিত হয় একটি কমেডি পত্রিকায়, যেখানে মানুষের মস্তিষ্ককে নিয়ে তুলনা করা হয়েছিলো। আসলে মানুষের মস্তিস্ক উন্নত।
হ্যাঁ তবে প্ররথিবীর সবচেয়ে বোকাজাতির তালিকা যদি করা হয় তবে Equatorial Guinea একটি দেশ যে দেশের লোককে পৃথিবীর সবচেয়ে বোকা হিসেবে ধরা হয়, যাদের আইকিউ অনেক কম বাকিদের তুলনায়। অন্যদিকে ফিনল্যান্ডের মানুষদের সবচেয়ে বুদ্ধিমান জাতি হিসেবে ধরা হয়।