Press "Enter" to skip to content

বাঁদুড়ের পাছায় নুনু ঘষাঘষি করে নাকি প্রথম করোনা ছড়ান ইনি-এটা কতটা সত্য? জানুন

Yin Dao Tang চব্বিশ বছর বয়সী এই চীনের যুবক, তার থেকেই নাকি করোনা ভাইরাসের উৎপত্তি। চাইনিজ গভঃ ডেটা অনুসারে গত ১৭ নভেম্বর নাকি প্রথম এই ভাইরাস সামনে আসে- এমনই দাবী করছে worldnewsdailyrepot নামে একটি ওয়েবসাইট।

সেই ওয়েবসাইটের রিপোর্ট অনুসারে Patient Zero এই ব্যক্তি নাকি বাদুড়ের সাথে মিলন করেছেন আর তাতেই আসে এই রোগ। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যে; এই ওয়েবসাইট এর আগেও অনেক এমন প্যারোডি নিউজ ছেড়েছে।

অনেকে বলছেন চাইনিজদের ইয়ে ছোটো হয় তাই বলে এত ছোটো নয় যে বাদুড়ের সাথে করা সম্ভব। তাছাড়া বাদুড় কামড়ে দেয়, সে ভয় তো আছেই। তাই এটাকে নিছক বানানো গল্প বলাই যায়।

তবে অনেকের মতে এই ভাইরাস স্পর্শে ছড়ায়, উনি নুনু ঘষাঘষি করেছেন এমন দাবী অনেকের। তবে গবেষকরা এসব কথা মানতে নারাজ। যাই হোক আসুন এসব না ভেবে আমরা করোনা মোকাবিলা করি।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *