সন্ত্রাস মোকাবিলায় বড়সড় সাফল্য পেল ইরাকের বাহিনী। আক্ষরিক অর্থেই বিরাট মাপের বড়োসড় সাফল্য। ISIS মৌলবাদী Jabba The Jihadi-কে মোসুল থেকে গ্রেফতার করল SWAT বাহিনী। ধৃতকে লরিতে তুলে থানায় নিয়ে যেতে কালঘাম ছোটাতে হল নিরাপত্তা রক্ষীদের।
ধৃত মৌলবাদীর ওজন ৫৬০ পাউন্ড অর্থাত্ প্রায় ২৫০ কেজির কাছাকাছি। পুলিশের গাড়িতে তাকে তোলা যায়নি। সেই কারণে SWAT দলের ছাদ খোলা একটি বিরাট ট্রাকে করে তাকে নিয়ে যাওয়া হয়। যার ফটো ছড়াতেই হাস্যকর অবস্থা সোশাল মিডিয়া জুড়ে

ইরাকি বাহিনী বিবৃতি দিয়ে জানিয়েছে, ধৃত মুফতি আবু আবদুল বারি বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দিত ISIS-এর শীর্ষ এই নেতা। যে মুসলিমরা ISIS-এর বশ্যতা স্বীকারে আপত্তি জানাত, তাদের শেষ করে দেওয়ার ফতোয়াও জারি করেছিল ‘জাব্বা দ্য জিহাদি’। অবশেষে গ্রেফতার।
সোশ্যাল মিডিয়ায় অনেকেই তার স্থূলতা নিয়ে সরব হয়েছেন। তার বক্তৃতার জন্যও বিভিন্ন মহলে নিন্দিত হয়েছে ISIS এই নেতা।