একপলক দেখলে মনে হবে হলিউডের কোনও ছবির স্টান্ট। এরকমই একটি চমকে দেওয়ার মতো ঘটনার সাক্ষী থাকল নাইজেরিয়ার লাগসের মুরথালা মহম্মদ বিমানবন্দর। হইচই পড়ে গেল আজমান বিমানের যাত্রীদের মধ্যে।
১৯ জুলাই আজব কাণ্ড করে বসলেন নাইজেরিয়ার এক তরুণ। বিমান ছাড়ার মুহূর্তে তার ডানায় উঠে বসলেন তিনি। তারপর বিমানের কেবিনে ঢোকার চেষ্টা করেন তিনি।
বিমান আকাশ ওড়ার প্রস্তুতি নিচ্ছে। সিল্ট বেল্ট বেঁধে প্রস্তুত হচ্ছেন যাত্রীরা। রানওয়ে ধরে ধীরে ধীরে এগোতে শুরু করেছে বিমানটি। ঠিক তখনই জানলার ধারে বসা একদল যাত্রী চেঁচামেচি শুরু করল। দেখা গেল বিমানের ডানায় চড়ার চেষ্টা করছেন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সিটবেল্ট খুলে আসন ছেড়ে ওঠে পড়েন যাত্রীরা। তুমুল হট্টগোল দেখে বিমান থামিয়ে দেন চালক। কাণ্ডটি ঘটেছে নাইজেরিয়ার লাগোসের মুর্তালা মহম্মদ বিমানবন্দরে।
গোটা বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষের নিরাপত্তার বিরুদ্ধে ঢিলেমির অভিযোগ করেছেন যাত্রীরা। কী ভাবে সবার নজর এড়িয়ে একজন ব্যক্তি ডানায় চড়ে বসলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। নাশকতার ছকের সম্ভাবনার কথাও বলছেন অনেকে। এর আগেও একাধিকবার বিমানবন্দরটির নিরাপত্তায় শিথিলতার অভিযোগ উঠেছে।