রাস্তার উপর হেলমেট রাখার মানে জানা জরুরী। বেশিরভাগ বাইকাররাই জানেন যে মাটিতে বা রাস্তায় হেলমেট রাখা বিশেষ কিছু নয়। মাটিতে বা রাস্তায় বাইকের পাশে হেলমেট রাখা মানে বাইকার বিপদগ্রস্থ হয়েছেন। এটি বাইকার কোড হিসেবে ব্যবহৃত;
এবং সাহায্যের আন্তর্জাতিক চিহ্ন।সুতরাং আপনি যদি আপনার চলার পথে কোন বাইকারকে দেখতে পান যে বাইকের পাশে রাস্তায় বা মাটিতে হেলমেট রাখা অবস্থায় রয়েছেন। তাহলে থামতে দ্বিধা করবেন না কারণ বাইকার ভাইটি বিপদগ্রস্থ! মনে রাখবেন চলতি পথে বিপদগ্রস্থ আজকে আমি, কাল হয়তো আপনি।
See More: