করোনা মহামারী বা কোভিড ১৯ আমাদের অনেক শিক্ষা দিচ্ছে সাথে শেখাচ্ছে আমাদের হাইজিনের পাঠ; সাক্ষাত মৃত্যুদূতের হাত থেকে বাঁচতে মাস্ক স্যানিটাইজার ঠিক কতটা আবশ্যিক তার প্রমাণ মিলছে লাখ লাখ লোকের মৃত্যু মিছিল। যতটা সম্ভব অন্যের স্পর্শ এডিয়ে চলা থেকে শুরু করে স্বচ্ছতার পাঠ শেখাচ্ছে কোভিড।
এমন সময়ে বাড়িতে কম খরচে বানিয়ে ফেলতে পারেন Hand Sanitizer Dispenser মেশিন, কিভাবে? জানাচ্ছেন এই বাঙালী যুবক। কিভাবে বানাবেন তার প্রতিটাআ স্টেপ তিনি তুলে ধরেছেন তার এই ভিডিওতে। কিভাবে সাধারণ কার্ড বোর্ড থেকে শুরু করে অন্যান্য সাধারণ যন্ত্রপাতি দিয়ে অতি সহজে বানিয়ে ফেলেছেন অটোমেটিক মেশিন।
এই মেশিনের প্রধান বৈশিষ্ট্য এটি সম্পূর্ণ স্পর্শ মুক্ত, সেন্সরের মাধ্যমে কোনো প্রকার হাতের স্পর্শ ছাড়াই ব্যবহার করতে পারেন এই মেশিন। ইউটিউব চ্যানেল Iconic Science(Click here) তার বিভিন্ন ভিডিওতে শেখাচ্ছেন বিভিন্ন ধরনের সায়েন্স টিউটোরিয়াল। ভিডিওটি দেখুন এখানে আর সাবস্ক্রাইব করুন।
করোনা পরিস্থিতি মহামারী মুক্তির কথা বিচার করে সকলের উচিত হাইজিন বজায় রাখা। এমন পরিস্থিতিতে যেখানে এই ভাইরাসের কোনো ওষুধ নেই সেখানে বাচার একমাত্র উপায় নিজে সচেতন থাকা। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পেজ, পোর্টাল এনজয় করুন।