বিছানায় শুলে অন্যতম আকর্ষণ বস্তু কোলবালিশ, ব্যাচেলর ছেলের রাত্রীযাপনের উষ্ণতার সাক্ষী কোলবালিশ। আর এই কোলবালিশে এতই সুখ পেয়েছেন যুবক, যে বিয়েটাই সেরে ফেললেন কোলবালিশের সাথে। এমনি এক ঘটনা ঘটিয়েছেন এক ব্রিটিশ যুবক।
পাস্কাল সেবিক নামে ওই যুবকের দাবী, দীর্ঘদিন ধরে একাকিত্তে ভুগছিলেন ওই যুবক; প্রথম গার্লগ্রেন্ড চলে যাওয়ার পর তার জীবনে আর কেউ আসেনি। সাথে ছিলো শুধু কোলবালিশ, যাকে ভালো বেসে ফেলেছেন তিনি।
এতটাই ভালোবাসেন যে তার সাথে সারা জীবন কাটাতে চান। শেষ পর্যন্ত ঠিক করেন ওই কোলবালিশকেই বিয়ে করবেন তিনি; একসঙ্গে কাটাবেন জীবনের বাকি বছর।
আগামী ১ লা এপ্রিল জাকজমকভাবে বিয়ের আয়োজন করা হয়েছে তাদের; সেখানে বন্ধুদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। পাস্কালের বন্ধুরা জানান তারাও এই নিয়ে বেশ কৌতূহলে আছেন।
পাস্কালের দাবী এটাই তার জীবনের সেরা সিদ্ধান্ত। নিয়মিত যৌনজীবনেও নাকি কোলবালিশের সাথে তার কোনো অসুবিধা হয় না। কোলবালিশের রাগ নেই, অভিমান নেই, অনিচ্ছা হলে নতুন বালিশ চেঞ্জ করা যায়। তাই কোনো অসুবিধাই নেই।