২০২০ কে আমরা জীবনের খারাপ বছর হিসেবে ঘোষণা করেছিলাম ঠিকই তবে নতুন বছরের শুরুতেই খারাপ খবর। প্রাক্তন ক্রিকেট টিমের ক্যাপ্টেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙুলি ‘দাদা’ আজ সকালে হসপিটালে ভর্তি। খবর অনুযায়ী এদিন তিনি মাথা ঘুরে পড়ে যান। মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। বুকে ব্যথা নিয়ে তিনি এখন হসপিটালে চিকিৎসাধীন।
টেস্টের পর জানা যায় মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। ডাঃ সরোজ মন্ডলের তত্ত্বাবধানে চিকিতসাধীন মহারাজের হাল্কা বুকে ব্যথা রয়েছে। উডল্যান্ড হস্পিটালে এমারজেন্সিতে চিকিৎসাধীন তিনি। এখন অবস্থা স্থিতিশীল। মূখ্যমন্ত্রী তার আরোগ্য কামনা করে টুইট করেছেন।
শরীর চর্চার সময় হঠাত অজ্ঞান হয়ে যান মহারাজ। তার সাথে ব্লাক আউট। তার জন্য দ্রুত আরোগ্য কামনা করছে দেশবাসী ও গোটা ক্রিকেট মহল। বিস্তারিত খবরের জন্য আমাদের সাথে থাকুন।