এই মুহুর্তে সবচেয়ে বড়ো খবর; আই পি এল খেলবেন না সুরেশ রায়না এমন জানাচ্ছে চেন্নাই সুপার কিংস। হঠাত তড়িঘড়ি আই পি এল ফেলে ফিরে এসেছেন সুরেশ রায়না। কি হয়েছিলো তার কারণ ব্যক্তিগত। টুইটারে টুইট করে জানিয়েছেন চেন্নাই টিমের CEO KS Viswanathan।
সম্প্রতি চেন্নাই টিম আর তার কলাকুশলীদের কিছু লোকের কোভিড ১৯ আক্রান্ত হওয়ার খবর মিলেছে। করোনার থাবা চেন্নাই সুপার কিংস শিবিরে। তিন বারের চ্যাম্পিয়ন দলের এক ক্রিকেটার এবং ১২ জন সাপোর্ট স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। তবে নাম জানায়নি চেন্নাই টিম কর্তৃপক্ষ।

দুবাই-এ টিম হোটেলের মধ্যেই থাকছে ধোনি-রায়নাদের। নিয়মমতো ৬ দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে তাদের কোয়ারেন্টিন পর্ব আরও বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।