বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম একবার বলেছিলেন, তাদের দলের আইকনিক নাগিন ডান্সের আবিষ্কার করেছিলেন বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু। এবার সেই নাজমুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
তাঁর মা-বাবাও করোনায় আক্রান্ত। একবার মুশফিকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তিনি শ্রীলংকার বিরুদ্ধে নিদাহাস ট্রফিতে ম্যাচ জিতে ওরকম উদ্ভট নাচ করেছিলেন! জবাবে তিনি বলেন, আগে থেকে কিছুই ঠিক করা ছিল না। তাছাড়া ওই নাচ নতুন কিছু নয়। তবে বাংলাদেশ দলে নাজমুল অপু নাগিন ড্যান্সের শুরু করেছিলেন।
ক্রিকেটে করোনা বাংলাদেশে নতুন নয়, প্রাক্তন অধিনয়ায়ক মাশরাফি আক্রান্ত, তামিম ইকবালের বড়ো ভাই সহ অনূর্ধ ১৯ ক্রিকেটার একজন এক্রান্ত। বাংলাদেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। মৃত্বের হারও অনেক বেশি। লক্ষাধিক লোক আক্রান্ত।
এদিকে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি এখন আগের থেকে ভাল আছেন বলে জানা গিয়েছে। তাঁর শরীরে জ্বর ছাড়া অন্য কোনও উপসর্গ ছিল না। মাশরাফির শ্বাসকষ্টের সমস্যা আছে। দিন কয়েক আগে মাশরাফির শ্বাশুড়ি করোনা আক্রান্ত হয়েছিলেন।