আজ আই পি এল ম্যাচে রাজস্থানের সাথে মাঠে নামছে কোলকাতা। কি হতে পারে ম্যাচের ফলাফল? আপনার কি মতামত? পর পর ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে রাজস্থান টিম। এদিকে একতা ম্যাচ হেরে কোলকাতাও আশাবাদী। তবে পাবলিক জনমতে এগিয়ে কোলকাতা টিম। যেখানে ৫৩% মানুষ বলছেন কোলকাতা জিতবে।

আপনার কি মতামত? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। দিনেশ কার্তিকের নেতৃত্বে আজ মাঠে নামছে কোলকাতা । অন্য দিকে স্টিভ স্মিথের ক্যাপ্টেন্সিতে রাজস্থান রয়্যালস এখনও পর্যন্ত দারুন পারফর্ম্যান্স দেখিয়েছে। এই সিজনে খেলতে নামা দুটো ম্যাচেই তারা জয় পেয়েছে। স্বাভাবিক ভাবেই কলকাতার সঙ্গে খেলতে চলা তৃতীয় ম্যাচে রাজস্থান তাদের জয়ের ধারা বজায় রাখার চেষ্টা করবে।
সিজনে রাজস্থান তাদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়। রাজস্থান প্রথমে ব্যাটে নেমে ২১৬ রানে তাদের ইনিংস শেষ করে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চেন্নাই ২১৭ রানের টার্গেট খেলতে নেমে মাত্র ২০০ রানেই রাজস্থানের কাছে হার মানে।
কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ: শুভমান গিল, সুনীল নারিন, দীনেশ কার্তিক, নীতিশ রানা, ইয়ন মরগ্যান, অ্যান্ড্রে রাসেল, নিখিল নায়ক, প্যাট কামিন্স, শিভম মাভি, কুলদীপ যাদব, সন্দীপ ওয়ারিয়ার। রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ: জস বাটলার, যশস্বী জয়সোয়াল, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথ, রবিন উথাপ্পা, রিয়ান পরাগ, জোফরা আর্চার, শ্রেয়স গোপাল, টম কারান, জয়দেব উনাদকাট এবং রাহুল তেওয়াটিয়া।
কভার ফটোতে ব্যবহৃত ফটোটি ভাইরাল হয় ২০১৯ সালের আইপিএলে। নিছক মজা করার জন্য দেয়া হলো।